কারওয়ানবাজারে মালয়েশিয়াগামীদের অবস্থান কর্মসূচি, সরিয়ে দিলো পুলিশ

ছবি: পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বাকবিতণ্ডা
দ্রুত সময়ের মধ্যে মালয়েশিয়ায় পাঠানোর দাবিতে বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর কারওয়ানবাজার মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছে আটকে পড়া ১৮ হাজার কর্মীর প্রতিনিধিরা। ২ ঘন্টা অবস্থানের পর পুলিশ তাদের সরিয়ে দেয়। সব প্রক্রিয়া শেষ হওয়ার পরও গেলো বছরের ৩১ মে নির্ধারিত সময়ে পাঠানো যায়নি এই কর্মীদের। বিক্ষোভকারীরা বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতো তাদের দেশটিতে পাঠাতে হবে।
রাজধানীর কারওয়ানবাজার মোড়ে দুই ঘন্টার অবস্থান পর হঠাৎ পুলিশের তৎপরতায় মালয়েশিয়াগামী কর্মীদের এই কর্মসূচিতে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় পুলিশের সঙ্গে কর্মীদের কয়েক দফায় বাকবিতণ্ডা হয়। পুলিশ সদস্যরা কর্মীদের সার্ক ফোয়ারা মোড় থেকে সরিয়ে সোনারগাঁও হোটেলের পাশে সরিয়ে দেয়।
সেখানে রাস্তার পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন মালয়েশিয়ায় যেতে না পারা এই কর্মীরা। তারা বলেন, গেল বছরের ৩১ মে শেষ সময়ে রিক্রুটিং এজেন্সি ও সাব এজেন্টদের অনিয়মে মালয়েশিয়ার যাওয়া হয়নি। এরপর মন্ত্রণালয় থেকেও কোন সমাধান পাচ্ছেন না বলে অভিযোগ করেন কর্মীরা।
গেলো বছরের ৪ অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফরে তিনি এই ১৮ হাজার কর্মীকে নেয়ার আশ্বাস দিয়েছেন। দ্রুত সেই আশ্বাসের বাস্তবায়ন চান কর্মীরা।
এদিকে কারওয়ানবাজার থেকে বিক্ষোভকামীরা দুপুরের দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনে যান। মালয়েশিয়ার সঙ্গে কথা আলোচলার আশ্বাস দেয়া হয় কর্মীদের।
বিভি/এমআর
মন্তব্য করুন: