আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা এই সরকারের ব্যর্থতা: নুর

ছবি: সংগৃহিত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারা এই সরকারের ব্যর্থতা। শুক্রবার (২১ মার্চ) আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও গণমিছিলেরর আয়োজন করে গণঅধিকার পরিষদ।
এদিন জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে অবস্থিত গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন দলটির সভাপতি নুরুল হক নুরসহ অনান্য নেতারা। এ সময় নুরুল হক নূর অন্তর্বর্তীকালীন সরকারের কড়া সমালোচনা করেন। গণহত্যাকারী দলকে নিষিদ্ধ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নুর। সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকারের দাবি জানান তিনি।
উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনেসহ সারাদেশে অবস্থান কর্মসূচি ও গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: