• NEWS PORTAL

  • সোমবার, ২১ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কামরাঙ্গীরচর সোসাইটির বিক্ষোভে বক্তারা

‘মুসলমানদের হাতে তরবারি তুলে নিতে বাধ্য করবেন না’

প্রকাশিত: ১৪:২৯, ২২ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
‘মুসলমানদের হাতে তরবারি তুলে নিতে বাধ্য করবেন না’

‘মুসলমানদের হাতে তরবারি তুলে নিতে বাধ্য করবেন না তাহলে কোনো মুসলমানের শত্রু জন্ম নিবে না। কেউ সাহস পাবে না মুসলমানদের গায়ে আঘাত করতে। সভ্যতার সাথে আছি এখনো নবীর উপদেশ মেনে চলি বলে অন্য ধর্মের সবাইকে শ্রদ্ধা করি, তাই বলে আমার মুসলমান ভাই মারা যাবে আমরা চেয়ে চেয়ে দেখবো না।’ কামরাঙ্গীরচর সোসাইটি'র বিক্ষোভ সমাবেশে হুশিয়ারি দিলেন পরিচালক বৃন্দ ও সদস্যরা। 

শুক্রবার বাদজু'মা কামরাঙ্গীরচর কুড়ারঘাট শহীদ মিনার মাঠে ফিলিস্তিনি শিশু, নারীর, ও সাধারণ মানুষের উপর ইসরাইলের নির্বিচারে হত্যাকান্ড ও আগ্রাসনের বিরুদ্ধে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে কামরাঙ্গীরচর সোসাইটি। 

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন কামরাঙ্গীরচর সোসাইটির ডিরেক্টর এডভোকেট মেহেদী, সাব্বির, ও নিরব সহ স্থানীয় আলেম সমাজ। 

উক্ত সমাবেশে প্রাধান্য পেয়েছে ফিলিস্তিন বাসীদের উপর ইজরায়েলের নিশংস হত্যাকাণ্ড ও মুসলিম জাতির প্রতি নির্যাতনের বিষয়। ওলামা সমাজ কামরাঙ্গীরচর ইউনিটের প্রধান বলেন ইসরাইল ও অন্যান্য যে সকল দেশের উস্কানিতে আজ ফিলিস্তিনের উপর যে নির্মম হত্যাযজ্ঞ পরিচালিত হচ্ছে তাদের প্রতি হতো করতে বয়কট করতে হবে তাদের উৎপাদিত পণ্য, শুধু বাংলাদেশের পণ্য কেনার প্রতি আমাদের উৎসই হতে হবে। ইসরাইলের উৎপাদিত সকল পণ্য বয়কট করার ডাক উঠেছে এই সমাবেশ থেকে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2