তেজগাঁওয়ে পলিটেকনিকের শিক্ষার্থীদের সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত
ছয় দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাত রাস্তায় সড়ক অবরোধ করেছেন পলিটেকনিকের শিক্ষার্থীরা। বুধবার (১৬ এপ্রিল) সকাল এগারোটার দিকে তারা সাত রাস্তাসহ তেজগাঁও ও শিল্পাঞ্চল এলাকার সড়ক অবরোধ করেন।
অবরোধে সরকারি–বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ-টিএসসি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন। এতে তেজগাঁও ও আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়েন রাস্তায় বের হওয়ায় মানুষ। অবরোধের কারণে সৃষ্ট যানজট এরই মধ্যে মহাখালী পর্যন্ত চলে গেছে। ব্যস্ততম এই সড়ক বন্ধ থাকায় এর প্রভাব পড়েছে রাজধানীর অন্য সড়কগুলোতেও।
বিভি/এসজি




মন্তব্য করুন: