• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে আলোচনা সভা   

প্রকাশিত: ২১:৪২, ২৪ এপ্রিল ২০২৫

আপডেট: ২২:০২, ২৪ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
বিশ্ব বই ও কপিরাইট দিবস উপলক্ষে আলোচনা সভা   

বিশ্ব বই ও কপিরাইট দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, মাননীয় উপদেষ্টা, শিক্ষা মন্ত্রণালয় ও চেয়ারম্যান, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সিদ্দিক জোবায়ের, সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ও সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন। আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন কবি হাসান হাফিজ, সভাপতি, জাতীয় প্রেসক্লাব ও সম্পাদক, দৈনিক কালের কন্ঠ এবং জনাব মোঃ মিজানুর রহমান, কপিরাইট রেজিস্টার (অতিরিক্তদায়িত্ব), বাংলাদেশ কপিরাইট অফিস। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মিজ জুবাইদা মান্নান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সভাপতি ও প্রধান নির্বাহী, বিশ্বসাহিত্য কেন্দ্র।

শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিশ্ব বই ও কপিরাইট দিবসটি সারা বিশ্বের বই প্রেমীরা বিশেষভাবে উদযাপন করেন। বইপড়া, বইছাপানো ,বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়াতে ২৩ এপ্রিল ইউনেস্কোর উদ্যোগে এই দিবসটি পালন করা হয়। আমাদের বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক ও বিজ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ করতে হলে বই পড়ার প্রতি গুরুত্ব দিতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন একটি বই পড়ুয়া সমাজ আগামীর সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবুসায়ীদ অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলেন, শিক্ষা হচ্ছে আমাদের জাতীয় মুক্তির সবোর্চ্চ মাধ্যম। বই পড়ার মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের সাথে কথা বলা যায়। বই মানুষকে জীবন অতিক্রম করতে শিখায়। 

তিনি বাংলাদেশে পাঠক বৃদ্ধির ক্ষেত্রে বাংলা একাডেমির বইমেলার প্রর্বতক চিত্তরঞ্জন সাহার অবদানের কথা স্মরণ করেন। তিনি বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া নিয়ে বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরেন এবং আগামী বছরগুলোতে সমগ্র বাংলাদেশে বইপড়া কার্যক্রমে অন্তত ৫০ লক্ষ পাঠক এ কার্যক্রমের সাথে যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন। তিনি অতিথিবৃন্দ ও ইউনেস্কোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শেষ করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সিনিয়র সচিব ও বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের সেক্রেটারি জেনারেল জনাব সিদ্দিক জোবায়ের বিশেষ অতিথির বক্তব্যে বিশ্বসাহিত্য কেন্দ্রকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্র অনেক বছর ধরে আমাদের ছেলে-মেয়েদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে বইপড়া কার্যক্রম পরিচালনা করছে। সরকার বিশ্বসাহিত্য কেন্দ্রের সাথে মাধ্যমিক পর্যায়ে বইপড়া কার্যক্রমে যুক্ত ছিলো। আশা করছি, এ কার্যক্রম ব্যাপকভাবে সারাদেশে শীঘ্রই শুরু হবে এবং তা চলমান থাকবে জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বিশ্ব বই ও কপিরাইট দিবসের আলোচনায় বলেন, বিশ্বসাহিত্য কেন্দ্র বইপড়া কার্যক্রমের মাধ্যমে সারাদেশে নিরব বিপ্লব ঘটিয়ে ফেলেছে। তিনি আশা করেন, বাংলাদেশ সরকার বিশ্বসাহিত্য কেন্দ্রের সাথে বইপড়া কার্যক্রম ব্যাপকভাবে সারাদেশে কাজ করবে। তিনি কপিরাইট বিষয়ে বলেন, আমাদের মধ্যে কপিরাইট বিষয়ে সচেতনতা কম। ধারাবাহিকভাবে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে কপিরাইটের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। তিনি সাহিত্য-সংস্কৃতির মেলবন্ধনে আন্তর্জাতিক বইমেলা আয়োজনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ কপিরাইট অফিস, কপিরাইট রেজিস্টার, (যুগ্ম-সচিব) (অতিরিক্তদায়িত্ব) জনাব মোঃ মিজানুর রহমান কপিরাইটের গুরুত্ব নিয়ে বলেন, পৃথিবীর অন্য দেশের তুলনায় আমাদের দেশে সৃজনশীল মানুষের মধ্যে কপিরাইটের নিবন্ধন করার প্রবণতা কম। এ বিষয়ে কপিরাইটের নিবন্ধন করার জন্য সৃজনশীল মানুষদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন ডেপুটি সেক্রেটারি জেনারেল মিজ জুবাইদা মান্নান স্বাগত বক্তব্য বিশ্ব বই ও কপিরাইট দিবসের গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক [প্রোগ্রাম] মেসবাহউদ্দিন আহমেদ সুমন।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2