• NEWS PORTAL

  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রাজধানীতে গুলি করে ও ছুরিকাঘাতে দুইজনকে হত্যা

প্রকাশিত: ১২:০৯, ১৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
রাজধানীতে গুলি করে ও ছুরিকাঘাতে দুইজনকে হত্যা

রাজধানীর মোহাম্মদপুর এবং আদাবর এলাকায় গুলি করে ও ছুরিকাঘাতে দুইজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মোহাম্মদপুর এলাকায় আলামিন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে এবং আদাবর এলাকায় ইব্রাহিম (৩২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাতে এই হত্যার ঘটনা ঘটে।

আদাবর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া গণমাধ্যমকে বলেন, নবোদয় হাউসিং এলাকার একটি মসজিদের সামনে ব্যবসায়ী ইব্রাহিমকে গুলি করা হয়। পরে তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। ঘটনার পরপরই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত সজীব ও রুবেল নামে দুই যুবককে একটি পিস্তল ও গুলিসহ আটক করা হয়েছে। আটকরা সম্পর্কে ভাই। প্রাথমিকভাবে জানা গেছে, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এই হত্যার ঘটনাটি ঘটে থাকতে পারে। বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

অন্যদিকে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান গণমাধ্যমকে বলেন, চাঁদউদ্যান লাউতলার ৬ নম্বর রোড এলাকায় একটি দোকানের সামনে আলামিনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যান তিনি। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে ইতোমধ্যে  কাজ করছে পুলিশ। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2