বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে রাশিয়ান রাষ্ট্রদূতের বৈঠক
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। রবিবার (৪ মে) সকাল ১১টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিন সকালে রাষ্ট্রদূত গুলশান কার্যালয়ে পৌছালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে স্বাগত জানান। বৈঠকে দু'দেশ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও স্পেশাল এসিস্ট্যান্ট টু চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য শামা ওবায়েদ এসময় উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: