বই পড়ে পুরস্কার পেলো ৫ হাজার ৯৪ জন শিক্ষার্থী

বিশ্বসাহিত্য কেন্দ্র আয়োজিত দুদিনব্যাপী বর্ণাঢ্য পুরস্কার বিতরণ উৎসবের আজ (১০ মে) শেষ দিনে রাজধানীর বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে গ্রামীণফোনের সহযোগিতায় ঢাকা মহানগরীর ৩৪টি স্কুলের ২ হাজার ৫৩১ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব খায়রুল আলম সবুজ, অভিনেতা, লেখক ও অনুবাদক, জনাব ইফতেখারুল ইসলাম, ট্রাস্টি, বিশ্বসাহিত্য কেন্দ্র, জনাব নিশাত মজুমদার, পর্বতারোহী ও জনাব শামীম আল মামুন, পরিচালক, বিশ্বসাহিত্য কেন্দ্র।
জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে দুদিনব্যাপী এই পুরস্কার বিতরণ উৎসবের ৫ম পর্বের অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সম্মানীত অতিথিগণ বিজয়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।
বই পড়েই আমার জগৎ শুরু হয়েছিল বলে জানালেন পবর্তারোহী নিশাত মজুমদার। তিনি আরো বলেন, যখন আমরা বই পড়ি তখন আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় জেগে ওঠে। তোমরা যদি ধৈর্য্য ধরো, তাহলে তোমরা সবাই তোমাদের স্বপ্নের পাহাড় চূড়ায় উঠতে পারবে জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
বিশ্বসাহিত্য কেন্দ্রের ট্রাস্ট্রি জনাব ইফতেখারুল ইসলাম পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে বলেন তোমরা বই পড়েছো বলেই আমরা আজ এই পুরস্কার বিতরণ উৎসব করতে পারছি। তোমরা অনেক বই পড়ো, আমরা জানি। একটা মানুষ বই পড়লে বইয়ের সৌরভ আমৃত্যু থাকে বলে জানান তিনি।
বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ বলেন, মানুষকে স্বপ্ন দেখতে হয়, বুকে ভালোবাসা আছে দেখেই মানুষ স্বপ্ন দেখতে পারে। সত্যকে ভালোবাসবে, যা বইয়ের মধ্যে পাওয়া যায়।
বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক জনাব শামীম আল মামুন স্বাগত বক্তব্যে বছরজুড়ে বইপড়া কর্মসূচি সফলভাবে পরিচালনায় সহায়তা করার জন্য শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সংগঠক ও পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানান। দু‘দিনব্যাপী বর্ণাঢ্য পুরস্কার বিতরণ উৎসব আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আগামী বছরগুলোতে ছাত্রছাত্রীদের এ কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
গতকাল পুরস্কার বিতরণী উৎসবের প্রথমদিনে ঢাকা মহানগরীর ২৮টি স্কুলের ২ হাজার ৫৮৭ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। আজ ও গতকাল দুদিনে ঢাকা মহানগরীর মোট ৬৫টি স্কুলের ৫ হাজার ৯৪ জন শিক্ষার্থী স্বাগত ৩০৮১ জন, শুভেচ্ছা ১৬৫৭ জন, অভিনন্দন ২৮৪ জন ও সেরা পাঠক ৭২ জনকে পুরস্কার প্রদান করা হয়। যার মধ্যে ছাত্রী ৩৯৩৭ জন ও ছাত্র ১১৫৭ জন রয়েছে।
দুদিনব্যাপী উৎসবের এ বিশাল আয়োজন ও পুরস্কারের বই স্পন্সর করছে গ্রামীণফোন লিমিটেড।
বিভি/এআই
মন্তব্য করুন: