• NEWS PORTAL

  • শনিবার, ১০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

শাহবাগ ব্লকেড কর্মসূচির পাশাপাশি চলছে গণজমায়েত

প্রকাশিত: ১৬:৫৮, ১০ মে ২০২৫

ফন্ট সাইজ
শাহবাগ ব্লকেড কর্মসূচির পাশাপাশি চলছে গণজমায়েত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকেড কর্মসূচির পাশাপাশি চলছে গণজমায়েত কর্মসূচি। গতকাল শুক্রবার ব্লকেড কর্মসূচির পাশাপাশি শাহবাগে গণসমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজ দ্বিতীয় দিনের গণজমায়েত চলছে।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সাথে সংহতি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফতে মজলিস, জনতা পার্টি, লেবার পার্টি সহ বেশকিছু রাজনৈতিক দল ও জুলাই ভিত্তিক বিভিন্ন সংগঠন। 

আন্দোলনকারীদের দাবি, বিগত ১৬ বছরের গুম খুন, শাপলা চত্বরে গণহত্যা ও জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে এবং জড়িত নেতাকর্মীদের পাশাপাশি দলটিকেও বিচারের আওতায় আনতে হবে। দাবি মেনে নেয়া না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি করেছেন এনসিপির নেতারা। 

এর আগে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা।

বিভি/এজেড

মন্তব্য করুন: