‘বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের বলেছেন, ইসলামে সন্ত্রাসের কোন জায়গা নেই। ইসলাম সন্ত্রাসবাদ বিশ্বাস করে না। আমরা পাঁচদফা প্রস্তাবনা দিয়েছি। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপোষহীন থাকবো। ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশের মানুষ ভয় পায় না। আমরা মানুষের ভোটাধিকার নিশ্চিত করবো। মানুষের বাক স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হবে।
শনিবার (১০ মে) বিকালে সাতক্ষীরার কালিগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ আব্দুস সামাদ স্মৃতি ময়দানে উপজেলা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে কেয়ারটেকার সরকার গঠনের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমরা সংস্কারের কাজ করে যাচ্ছি। আমরা সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আইন চাই। বাংলাদেশ জামাত ইসলাম সম্পূর্ণ দুর্নীতিমুক্ত। আমাদের কমিটমেন্ট থাকবে উন্নত শিক্ষা ব্যবস্থা। সবার জন্য ভাত কাপড় শিক্ষা স্বাস্থ্যের ব্যবস্থা নিশ্চিত করা। আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি। এখন বাকি আছে একটি দল। সেই দলের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী। আমাদেরকে ভোট দিন, নির্বাচিত করুন, আমরা আপনাদের অধিকার ফিরিয়ে দেব। দেশের সকল ধর্মের মানুষের সম-অধিকার নিশ্চিত করবো। নারীর মর্যাদা সমুন্নত করবো।
মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর হাদিস বর্ণনা করে তিনি বলেন, ইসলামে কোন নারীকে হত্যা করা যাবে না। আমরা সোনার বাংলার শ্লোগান শুনেছি, ছয়দফার শ্লোগান শুনেছি। কিন্তু সোনার বাংলার শ্লোগান এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। তিনি বলেন, লুটপাট, দুর্নীতি, জুলুম, অত্যাচার, নির্যাতন, গুম, খুন আর অপশাসন চালিয়ে এদেশ থেকে পালিয়ে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নেতা-কর্মীরা। এখন আবার আর একটি দল সেই একইভাবে লুটপাট, চাঁদাবাজি ও দখলবাজি শুরু করেছে। তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল ওহাব সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুর রউফের পরিচালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা জোনাল সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, জেলা জামায়াতের সাবেক আমীর হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নূরুল হুদা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম প্রমুখ। এর আগে সকালে সেখানে জামায়াতে ইসলামীর মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: