সাম্য হত্যার বিচার দাবিতে ঢাবি ভিসির বাসভবনের সামনে ছাত্রদলের বিক্ষোভ

সাম্য হত্যাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুপ্ত সংগঠনের লোকজন মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আর, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের গাফিলতির কারণেই সাম্যকে জীবন দিতে হয়েছে বলে দাবি করেছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। সাম্য হত্যার বিচারের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এসব কথা বলেন তারা। এদিন সাম্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্ধবেলা সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহতের প্রতিবাদে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান নেন ভিসির বাসভবনের মূল ফটকে। এসময় সহপাঠী ও দলীয় কর্মী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, সাম্য হত্যা নিয়ে নোংরা রাজনীতি করছে একটি দল। সাম্য হত্যায় প্রক্টরের গাফিলতির অভিযোগ ঢাবি ছাত্রদলের সভাপতির।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বৃহস্পতিবার শোক পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ দিন অর্ধবেলা ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়। একইদিন সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা জোরদারে এবং উদ্যানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অভিযান চালায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: