• NEWS PORTAL

  • শুক্রবার, ২৩ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রিট খারিজে ইশরাক হোসেনের কর্মী-সমর্থকদের আনন্দ মিছিল

প্রকাশিত: ১২:১১, ২২ মে ২০২৫

ফন্ট সাইজ
রিট খারিজে ইশরাক হোসেনের কর্মী-সমর্থকদের আনন্দ মিছিল

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট স্থগিত চেয়ে করা রিট খারিজের পর আনন্দ মিছিল করেছেন তার কর্মী-সমর্থকরা।

বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২ টার দিকে দিকে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট খারিজের আদেশ দেন। এই খবর পাওয়ার পরপরই রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থান কর্মসূচিতে থাকা বিএনপির নেতা-কর্মীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন।

স্লোগান দিয়ে নেতা-কর্মীরা বলতে থাকেন, ‘এই মুহূর্তে খবর এল, ইশরাক মেয়র হলো’, ‘এই মাত্র খবর এল, জনগণের বিজয় হলো’। এরপর বিএনপির নেতা-কর্মীরা আনন্দ মিছিল নিয়ে কাকরাইল মসজিদ মোড় থেকে মৎস্য ভবন মোড়ের দিকে রওনা দেন।

ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন।

বিএনপির নেতা-কর্মীদের এই অবস্থান কর্মসূচি শুরু হয় বুধবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে। মৎস্য ভবন মোড়, কাকরাইল মসজিদের সামনের মোড়সহ আশপাশের এলাকায় তারা অবস্থান নেন। দিনভর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান তারা। আজ সকালেও বৃষ্টি উপেক্ষা করে রাজপথে বিক্ষোভ করেন ‘ঢাকাবাসী’।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: