• NEWS PORTAL

  • সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি

তুমুল বৃষ্টি উপেক্ষা করেই চলছে ঢাকাবাসীর ‘ব্লকেড’ কর্মসূচি

প্রকাশিত: ১৬:১৫, ২০ মে ২০২৫

ফন্ট সাইজ
তুমুল বৃষ্টি উপেক্ষা করেই চলছে ঢাকাবাসীর ‘ব্লকেড’ কর্মসূচি

তুমুল বৃষ্টি উপেক্ষা করেই চলছে ঢাকাবাসীর ‘ব্লকেড’ কর্মসূচি

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার (২০ মে) সকাল থেকেই নগর ভবনের সামনে বিপ্লবী গান আর শ্লোগানে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন ঢাকাবাসী। হঠাৎ করে বৃষ্টি নামলেও কেউ সরে যাননি। বরং বৃষ্টি উপেক্ষা করেই চলছে তাদের এই কর্মসূচি।

একই সাথে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার পদত্যাগও দাবি করেন তারা।

বিখ্যাত সংগীত পরিচালক ইথুন বাবু, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী পলাশ, প্রতিবাদী শিল্পী মৌসুমি ইসলাম, বিখ্যাত আবৃত্তি শিল্পী সোমা ইসলামসহ এক ডজনেরও বেশি সঙ্গীত শিল্পী মঞ্চে সংগীত পরিবেশন করছেন। গতকাল সোমবার নগর ভবন ব্লকেড কর্মসুচি থেকে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ তৈরি করে আন্দোলনকারীদের সঙ্গে সহাবস্থান করছেন শিল্পীরা। 

এদিকে, ঢাকাবাসীর সাথে সংহতি জানিয়ে ফুলবাড়িয়া ব্যবসায়ী সমিতির নেতারাও অবস্থান কর্মসুচিতে অংশ নিয়েছেন। এছাড়া ১৬ মে থেকে নগর ভবনে তালা ঝুলিয়ে দিয়ে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নগর ভবনের সব কার্যক্রম বন্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারীরাও। একইসঙ্গে আঞ্চলিক কার্যালয়গুলোও স্থবির হয়ে পড়েছে। 

সকাল থেকেই বঙ্গবাজার মোড় থেকে নগর ভবনের সামনে দিয়ে গোলাপ শাহ মাজার এবং গুলিস্তান চত্বরের রাস্তা বন্ধ করে রাখে বিক্ষুদ্ধ আন্দোলকারীরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2