• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

তুমুল বৃষ্টি উপেক্ষা করে যমুনার সামনে ‘ঢাকাবাসী’র আন্দোলন

প্রকাশিত: ১৬:৫১, ২১ মে ২০২৫

আপডেট: ১৭:১৪, ২১ মে ২০২৫

ফন্ট সাইজ
তুমুল বৃষ্টি উপেক্ষা করে যমুনার সামনে ‘ঢাকাবাসী’র আন্দোলন

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে যমুনার সামনে অবস্থান করে বিক্ষোভ করছেন ঢাকাবাসী। একইসাথে উপদেষ্টা আসিফ এবং মাহফুজের পদত্যাগের দাবিতেও স্লোগান দিচ্ছেন তারা। একই দাবিতে টানা সাত দিন ধরে আন্দোলন করে যাচ্ছেন নগরবাসী। এর আগে ছয়দিন নগর ভবন অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন ঢাকাবাসী। 

যমুনার পাশাপাশি মৎস্য ভবন ও নগর ভবনের সামনেও চলছে অবস্থান ঢাকাবাসীর এই অবস্থান কর্মসূচি। কার্যত, ঢাকাবসীর এই অবস্থান কর্মসূচির মাধ্যমে হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অবরুদ্ধ। আন্দোলনকারীরা বলছেন, যতক্ষণ পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান চলবে। অবস্থান কর্মসূচি থেকে কিছুক্ষণ পর পরই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতেও স্লোগান দেওয়া হয়। 

পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ১০ টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না আসায় নতুন এই কর্মসূচি পালন করছেন তারা। ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা এই কর্মসূচিতে অংশ নিয়েছে।  

এদিকে, ঢাকাবাসীর এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী সমিতি। নগর ভবনের সামনে কর্মবিরতি পালন করছেন তারা। একই সাথে পরিচ্ছন্নতা কার্যক্রম, ময়লা পরিবহন কার্যক্রম, নাগরিক বিদ্যুৎ সরবরাহ বন্ধসহ সকল ধরনের নাগরিক সেবা বন্ধ কর্মসূচি পালন করছেন তারা।

আল্টিমেটামের পর সকাল থেকেই ঢাকাবাসীর নতুন এই কর্মসূচির ফলে ঢাকার প্রাণকেন্দ্র শাহবাগ, কাকরাইল, হাইকোর্ট এলাকা, শাহবাগ এলাকা, যমুনাসহ ঢাকা অচল হয়ে পড়েছে। গত ১৪ মে থেকে এই দাবিতে আন্দোলন করে যাচ্ছেন আন্দোলনকারীরা। 

আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। তবে, এর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো শপথ আয়োজন না করে স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রতিবন্ধকতা তৈরী করছেন বলে অভিযোগ তুলেছে আন্দোলনকারীরা।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2