নগর ভবনে কর্মবিরতি, ইশরাক হোসেনের পক্ষে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারি ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কর্মবিরতি পালন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারীরা। তাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত নগর ভবন ও নগর ভবনের বাইরে রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। শনিবার (২৪ মে) কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়।
এদিকে, আজ-কালের মধ্যে ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা। তা না হলে পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে বলে জানানো হয়।
প্রসঙ্গত, মেয়রের পদে শপথ থেকে বিরত রাখা, ট্রাইব্যুনালের রায় এবং গেজেট বাতিল চেয়ে করা রিটের আদেশের জন্য নির্ধারিত ছিলো বুধবার (২১ মে)। কিন্তু, আদালত শুরুতেই জানান তারা সবার কথা শুনতে চান তাই রুল এবং স্থিতাবস্থা দেবেন। এসময় ইশরাকের আইনজীবীরা আদালতের এই অভিমতের সাথে দ্বিমত পোষণ করে তাদের যুক্তি তুলে ধরেন। রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম মুসাও রিট করার পক্ষের যুক্তি তুলে ধরেন। দু'পক্ষের শুনানী শেষে আদালত আজ (বৃহস্পতিবার) উক্ত রিটটি খারিজ করেন। এ খবরের পর আনন্দ মিছিল করেন তার কর্মী-সমর্থকরা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: