• NEWS PORTAL

  • বুধবার, ৩০ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ড্রেনে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর বিল থেকে নারীর মরদেহ উদ্ধার 

প্রকাশিত: ১১:৫৪, ২৯ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
ড্রেনে পড়ে নিখোঁজের ৩৬ ঘণ্টা পর বিল থেকে নারীর মরদেহ উদ্ধার 

ছবি: সংগৃহীত

টঙ্গীতে ৩৬ ঘণ্টা পর খোলা ড্রেনে পড়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই এলাকার শালিকচুড়া বিলে তার মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে ফারিয়া তাসনিম জ্যোতি (২৮) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রবিবার রাত ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ড্রেনে পড়ে যান তিনি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ফারিয়া তাসনিম জ্যোতি যে ড্রেনে পড়েছিলেন সেই ড্রেনের পানি টঙ্গীর ওই বিলটিতে গিয়ে নামতো। সকালে ওই বিলে উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহটি পাওয়া যায়।

ফারিয়া তাসনিম জ্যোতি চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ার বাসিন্দা। তিনি মৃত ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে। জ্যোতি হোসেন মার্কেট এলাকায় বাস করতেন ও একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। ঘটনার সময় তিনি ওষুধ সরবরাহের কাজে টঙ্গী হাসপাতালের উদ্দেশ্যে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গী ইম্পেরিয়াল হাসপাতালের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে থাকা ড্রেনের একটি স্থানে স্ল্যাব না থাকায় দীর্ঘদিন ধরে উন্মুক্ত ছিল। সেখানে কর্তৃপক্ষ কোনো স্ল্যাব বসায়নি, এমনকি সতর্কতা মূলক কোনো সাইনবোর্ডও ছিল না। হেঁটে যাওয়ার সময় অসাবধানতাবশত ওই নারী খোলা ড্রেনের ভেতর পড়ে যান। একপর্যায়ে পানির প্রবল স্রোতে তিনি নিখোঁজ হন। ঘটনার পরপরই গাজীপুর ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন।

উদ্ধার কার্যক্রম চলাকালে ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহিন আলম জানিয়েছিলেন, ওই ড্রেনের গভীরতা প্রায় ১০ ফুট। দিনভর বৃষ্টির কারণে এটি পানিতে পূর্ণ হয়ে গেছে এবং তীব্র স্রোত ছিল।

বিভি/এসজি

মন্তব্য করুন: