• NEWS PORTAL

  • শনিবার, ০২ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘সৎ নেতৃত্বই দেশের প্রকৃত উন্নয়ন করতে পারে’

প্রকাশিত: ২১:০৬, ৩১ জুলাই ২০২৫

আপডেট: ২১:০৭, ৩১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
‘সৎ নেতৃত্বই দেশের প্রকৃত উন্নয়ন করতে পারে’

বরগুনার বামনা উপজেলার হালতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রী কলেজে বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে  ছাত্র-ছাত্রীদের মাঝে জার্সি এবং ফুটবল প্রদান করেন কর্নেল অবসরপ্রাপ্ত হারুন অর রশিদ খান। এ সময় তার সঙ্গে সার্বিক সহায়তায় ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলার সভাপতি মো. হাফিজুর রহমান। এরপর বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু রোগীদের জন্য স্যালাইন  বিতরণ করেন তিনি। 

স্যালাইন বিতরণ কালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বরগুনা জেলার সিভিল সার্জন, বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি এইচ, বামনা থানার অফিসার ইনচার্জ মো. হারুন রশিদ, বামনা প্রেসক্লাবের সভাপতি  গোলাম কিবরিয়া, বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক, নার্স এবং মিডিয়াকর্মীরা। স্যালাইন বিতরণ শেষে বামনা প্রেসক্লাবে মতবিনিময় করা হয়। মতবিনিময় শেষে রিক্সা, অটো রিক্সাচালক এবং বিভিন্ন ক্লাবে গেঞ্জি, জার্সি ও ফুটবল বিতরণ করা হয়। 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন-  বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা সভাপতি মো. হাফিজুর রহমান এবং বামনা প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। 

বামনা প্রেসক্লাবে মতবিনিময় সভায় বক্তব্যকালে কর্নেল অবসরপ্রাপ্ত হারুনুর রশিদ  খান বলেন, আমি মনে করি প্রত্যেকটা মানুষকে নিজে থেকে সৎ হতে হবে। তিনি বলেন, নেতৃত্বে সৎ ও নিষ্ঠাবান মানুষ আসতে হবে। আমরা যদি সঠিক নেতৃত্ব দিতে পারি তাহলে খুব শিগগিরই আমাদের দেশের পরিবর্তন ও উন্নয়ন সম্ভব।

মন্তব্য করুন: