আ. লীগ নেতার ভাইয়ের কোচিং সেন্টার থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার!

ছবি: উদ্ধার অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম
রাজশাহীর কাদিরগঞ্জের একটি কোচিং সেন্টার ও বাড়ি থেকে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার (১৬ আগস্ট) সকাল সাতটা থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকার ডক্টর ইংলিশ নামের ওই প্রতিষ্ঠানটিকে ঘিরে রাখে সেনাবাহিনীর একটি দল।
কোচিং সেন্টারটি পরিচালনা করেন সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল ইসলাম অনিন্দ্য।
কোচিং সেন্টারটিতে অভিযান চালিয়ে দুটি বিদেশি অস্ত্র, একটি রিভলবার, ৬টি দেশীয় অস্ত্র, বিস্ফোরক তৈরীর সরঞ্জাম, পাসপোর্টসহ বিভিন্ন সরঞ্জাম এবং মদের বোতল জব্দ করা হয়। জানা গেছে, অনিন্দ্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম হত্যা এবং হলি আর্টিজেন মামলার আসামী।
বিভি/এমআর
মন্তব্য করুন: