• NEWS PORTAL

  • রবিবার, ১৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

লুট করা আরও আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ

প্রকাশিত: ২২:১৭, ১৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
লুট করা আরও আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনুর রুবাইয়াতের নেতৃত্বে যৌথ বাহিনী পাথরগুলো জব্দ করে। এ নিয়ে সিলেটে গত তিন দিনে প্রায় চার লাখ ঘনফুট পাথর জব্দ হয়।

শনিবার (আগস্ট) সকাল থেকে ধুপাগুলের বিভিন্ন ক্র্যাশার মিল ও মহালদি গ্রামে লুকিয়ে রাখা আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়।

সিলেট জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ জানান, শনিবার সিলেটের বিভিন্ন এলাকা থেকে মাটি ও বালি চাপা দিয়ে লুকিয়ে রাখা প্রায় আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। জব্দকৃত পাথরগুলো সাদা পাথরে প্রতিস্থাপন করা হবে।

এদিকে, পুলিশ প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও জেলা প্রশাসন আলাদাভাবে সাদাপাথর চোরদের ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে। হাইকোর্ট বিভাগও সাত দিনের মধ্যে চোরের তালিকা দাখিলের নির্দেশনা দিয়েছেন।

পাথর লুট ও চুরির ঘটনায় দেড় হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবীব। গতকাল শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়েরের পর এ পর্যন্ত পাঁচ জনকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন, মোহাম্মদ কামাল মিয়া (পিচ্চি কামাল), মো. আবু সাঈদ (২১), মো. আবুল কালাম (৩২), ইমান আলী (২৮) ও জাহাঙ্গীর আলম (৩৫)। 

বিভি/এজেড

মন্তব্য করুন: