• NEWS PORTAL

  • রবিবার, ১৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘গণতন্ত্র কার্যকর করতে সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করতে হবে’

প্রকাশিত: ১৪:১৯, ১৬ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:২০, ১৬ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
‘গণতন্ত্র কার্যকর করতে সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করতে হবে’

ছবি: সংগৃহীত

নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হওয়ার ক্ষেত্রে সরকারের পাশাপাশি রাজনৈতিক দলের সদিচ্ছা গুরুত্বপূর্ন বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। শনিবার (১৬ আগস্ট) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি একথা বলেন।  

বদিউল আলম মজুমদার বলেন, গণতন্ত্র কার্যকর করতে সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি যোগ্য ব্যক্তিদের নির্বাচিত করতে হবে। এক প্রশ্নের জবাবে বদিউল আলম মজুমদার বলেন, পিআর পদ্ধতি ও গতানুগতিক নির্বাচন দুটিতেই সীমাবদ্ধতা রয়েছে। বিরাট সংখ্যাগরিষ্ঠতা গণতন্ত্রকে বিপাকে ফেলে, তাই মিশ্র প্রক্রিয়া ইতিবাচক। 

নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই উল্লেখ করে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে সংকট নেই। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ক এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে। নির্বাচন করতে পারবে কিনা- সেটা আইনি প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। আওয়ামী লীগ না থাকলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে কিনা- সেটা সময়েই বলে দেবে।

বিভি/এসজি

মন্তব্য করুন: