• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

রিকশাচালককে গ্রেফতারের বিষয়ে সরকারের বিবৃতি

প্রকাশিত: ১৬:৫৯, ১৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৭:০০, ১৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
রিকশাচালককে গ্রেফতারের বিষয়ে সরকারের বিবৃতি

ছবি: আটকের আগে রিকশাচালক আজিজুর রহমান

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে গত শুক্রবার (১৫ আগস্ট) রিকশাচালক আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে, তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈন্যু মারমার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। 

বিবৃতিতে বলা হয়, রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে আটক রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চেয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট ব্যাখ্যা তলব করা হয়েছে।

একই সঙ্গে ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখার ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। দায়ের করা মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততার তদন্ত সম্পন্ন করে সম্প্রতি সংশোধিত সিআরপিসির ১৭৩(এ) ধারা মোতাবেক অতিসত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আজ রবিবার জামিন পেয়েছেন রিকশাচালক আজিজুর রহমান।

বিভি/এমআর

মন্তব্য করুন: