খাগড়াছড়িতে অনুর্ধ্ব ১৪ নারী ফুটবল দলের সঙ্গে সেনা রিজিয়নের মতবিনিময়

খাগড়াছড়িতে অনুর্ধ্ব ১৪ নারী ফুটবল দলের সঙ্গে সেনাবাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি সদর সেনা জোনের বাগান বিলাসে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদিমুল ইসলাম অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন।
এ সময় খেলোয়াড়দের উদ্দেশে প্রধান অতিথি ব্রিগেডিয়ার হাসান মাহমুদ বলেন, অনুশীলনের কোন বিকল্প নেই। জাতীয় পর্যায়ে পৌঁছাতে যতো প্রশিক্ষণ ও আনুষঙ্গিক ব্যবস্থা দরকার তার সব সহযোগীতা দেওয়া হবে সেনাবাহিনীর পক্ষ থেকে। আগামীতে বালক-বালিকা থেকে বয়সভিত্তিক ফুটবল ও ক্রিকেট টিম করারও প্রতিশ্রুতি দেওয়া হয়।
মন্তব্য করুন: