মা বানাচ্ছিলেন রুটি, বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত
রাজধানীর ওয়ারীতে বালতির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে লালমোহন শাহ স্ট্রিটের বাসায় এ ঘটনা ঘটে। দেড় বছরের শিশু মাহাদী হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুর মামা আলমগীর হোসেন জানান, মাহাদী দুই ভাইয়ের মধ্যে ছোট। তার বাবা আবুল বাশার ব্যবসায়ী। ঘটনার সময় শিশুটির মা লাকি বেগম রান্নাঘরে রুটি বানাচ্ছিলেন। তখন সবার অগোচরে মাহাদী ঘরের এক পাশে রাখা পানিভর্তি বালতিতে পড়ে যায়। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) থেকে বের হওয়া পানি ধরে রাখতে ওই বালতি রাখা হয়েছিল। শিশুটি হয়তো বালতি ধরে খেলতে গিয়ে সেটির ভেতরে গিয়ে পড়ে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিভি/এসজি
মন্তব্য করুন: