• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি আজ

প্রকাশিত: ০৯:৫৮, ২৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি আজ

‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টায় শাহবাগে তিন দফা দাবি আদায়ে এ কর্মসূচি পালন করবে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬্ আগস্ট) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে দাবি পূরণের আশ্বাস না পাওয়ায় এ কর্মসূচি ঘোষণা করে তারা। লংমার্চ টু ঢাকা কর্মসূচিতে সারাদেশের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহবান করা হয়েছে।

শিক্ষার্থীদের তিনটি দাবি, হলো ৯ম গ্রেডে ৩৩ শতাংশ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের জন্য। সে কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবি জানান তারা।

এছাড়া দশম গ্রেডে শতভাগ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, তা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করার দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করা যাবে না। ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এদিকে, সাবেক শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকি দেওয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন তারা। দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাজধানীর শাহবাগ এলাকার সড়কগুলোতে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2