• NEWS PORTAL

  • বুধবার, ২৭ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ 

প্রকাশিত: ১৪:১৫, ২৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৪:৩৪, ২৭ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ 

ছবি: সংগৃহীত

তিন দফা দাবি আদায়ে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে মিন্টো রোডে পুলিশের সংঘর্ষ চলছে। এর আগে শাহবাগ অবরোধ দাবি আদায় না হলে প্রয়োজনে ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচির হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। নবম ও দশম গ্রেডে কোটা বাতিল ও বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার না করার দাবিতে পাবলিক ও প্রাইভেট প্রকৌশলী শিক্ষার্থীদের এই লং মার্চ।  

প্রকৌশলী শিক্ষার্থীদের অবস্থান ও স্লোগানে প্রকম্পিত শাহবাগ এলাকা। পূর্ব ঘোষিত লংমার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নিতে সকাল দশটায় বুয়েটসহ আশাপাশের এলাকা থেকে শাহবাগে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। তারা বলছেন, ৪০ বছরে তৈরি হওয়া বৈষম্য দূর করতেই এই কর্মসূচি।

শিক্ষার্থীদের দাবি, ৯ম গ্রেডে ৩৩ শতাংশ এবং দশম গ্রেডে শতভাগ কোটা রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। এসব কোটা বাতিলের দাবি ও বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবি ব্যবহারে আপত্তি তাদের। দাবি আদায় না হলে প্রয়োজনে সচিবালয় অভিমুখে পদযাত্রার হুঁশিয়ারি দেন।

তবে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় অভিমুখে যে কোন কর্মসূচি কঠোর হস্তে দমনের কথা জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাজধানীর শাহবাগ এলাকা ও আশপাশের সড়কগুলোতে যানচলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়তে হয় মানুষকে। 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2