• NEWS PORTAL

  • রবিবার, ৩১ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি বৈঠক

প্রকাশিত: ১৬:১২, ৩০ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:২৬, ৩০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি বৈঠক

রাজধানীর বিজয়নগরে সেনাবাহিনী ও পুলিশের কতিপয় সদস্যের পিটুনিসহ সার্বিক পরিস্থিতিকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা জরুরি বৈঠকে বসেছেন। শনিবার (৩০ আগস্ট) ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) নজরুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক চলছে।

 

এর আগে শুক্রবার (২৯ আগস্ট) মারধরের শিকার হয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর আহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ সমালোচনার মুখে পড়েছে। ঘটনার সময় লাল শার্ট পরা এক ব্যক্তি নিজেকে পুলিশ সদস্য দাবি করলেও তার নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ পরিচয়ে যে ব্যক্তি মারধর করেন তাকে পুলিশ আটক করেছে কি না কিংবা তার নাম পরিচয় জানা গেছে কি না জানতে চাইলে তিনি পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে। তার নাম-পরিচয় বা ওই ঘটনা সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের পিটুনিতে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তার চিকিৎসায় ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে এবং তার নাকের হাড় ভেঙে গেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: