নুরের ওপর হামলার প্রতিবাদ
রাজশাহীতে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা

ছবি: নগরীর গনকপাড়ায় ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ
নুরুল হকের নুরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) রাতে নগরীর গনকপাড়ায় ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
এনসিপির রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোবাশ্বের আলীর ডাকে এ মিছিলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন।
মিছিল শেষে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সহযোগীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা।
বিভি/এমআর
মন্তব্য করুন: