• NEWS PORTAL

  • রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, আহত বেশ কয়েকজন 

প্রকাশিত: ০৯:৫৪, ৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, আহত বেশ কয়েকজন 

ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের বাস কাউন্টারে ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কাউন্টারের বেশ কয়েকজন কর্মচারী আহত হয়েছেন বলে দাবি কর্তৃপক্ষের। 

এছাড়া পরিবহনটির মালিক আলী হাসান পলাশ তালুকদারের বাসায়ও হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের কোপে আলী হাসান পলাশ তালুকদার ও তার ব্যক্তিগত গাড়িচালক মামুন গুরুতর আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মালিবাগ সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন দুই যুবক। এসময় কাউন্টার কর্তৃপক্ষ তাদের দূরে গিয়ে ধূমপান করতে বললে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

পরবর্তীতে ওই দুই যুবক আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে আনেন। তারা হঠাৎ করেই কাউন্টারে হামলা ও ভাঙচুর করেন। এতে কাউন্টারের গ্লাস ও আসবাব ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় আতঙ্কে আশপাশের সাধারণ মানুষ দৌড়ে সরে যায়।

কাউন্টার ভাংচুর ও পরিবহন কর্মীদের মারধর করা হলেও যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।  হামলাকারীদের দ্রুত আটকের আশ্বাস দিয়েছে পুলিশ।


 

বিভি/এসজি

মন্তব্য করুন: