লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস খালে: নিহত বেড়ে ৫

ছবি: খাদে নিমজ্জিত বাস
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খালে ডুবে পাঁচজন মারা গেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজ গেটে এ দুর্ঘটনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান।
পুলিশ জানায়, নোয়াখালী থেকে আনন্দ পরিবহনের একটি বাস লক্ষ্মীপুরের উদ্দেশে রওনা হয়। পথে বাসটি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন কলেজ গেটে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় পাঁচজন। সেখান থেকে অন্তত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের জয়নাল আবেদীন (৫৭) ও মোরশেদ আলম (৪০) এবং নওগাঁ জেলার বাসিন্দা হুমায়ুন কবির। তিনি চন্দ্রগঞ্জের লতিফপুর এলাকায় ভাড়া থাকতেন এবং একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। এ ছাড়া নিহত আরও দুজন হলেন মাজেদ ও রিপন।
ওসি ফয়জুল আজিম নোমান বলেন, ‘এ পর্যন্ত আমরা পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।’
বিভি/এমআর
মন্তব্য করুন: