‘আইন-শৃঙ্খলা বাহিনীর সাবেক অনেক সদস্যই ডাকাতির সাথে জড়িত’

ছবি: সংগৃহীত
আইন-শৃঙ্খলা বাহিনীর সাবেক অনেক সদস্যই ডিবি বা অন্যান্য বাহিনীর পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটাচ্ছে। রাজধানী থেকে ডাকাতির প্রস্তুতির সময় সাত জনকে গ্রেফতারের পর এমন তথ্য দেন রমনা জোনের ডিসি মাসুদ আলম।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোলাপশাহ মাজার এলাকা থেকে ভুয়া ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতির সময় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহৃত একটি মাইক্রোবাস, হ্যান্ডকাফসহ পুলিশের নানা সরঞ্জমাদি জব্দ করা হয়। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে আট থেকে দশটি মামলা রয়েছে।
মাসুদ আলম জানান, ডাকাতির আগেই সোর্স লাগিয়ে ভুক্তভোগীর সব খবর সংগ্রহ করতো আসামিরা। আইন-শৃঙ্খলা বাহিনীর সাবেক অনেক সদস্য এই ডাকাতির সঙ্গে সম্পৃক্ত থাকায় চক্রটি পুলিশ আর সেনাবাহিনীর মতোই চলাফেরা করতো। ফলে সাধারন মানুষ তাদের খপ্পর থেকে সহজে রেহাই পায়না। এ ধরনের চক্রের হাত থেকে বাঁচতে সকলকে সচেতন থাকার পরামর্শ দেন আইনপ্রয়োগকারী সংস্থার সদস্যরা।
বিভি/এসজি
মন্তব্য করুন: