• NEWS PORTAL

  • শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জাপা কার্যালয়ে হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ যুবক গুলিবিদ্ধ  

প্রকাশিত: ০৮:৫৯, ৬ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
জাপা কার্যালয়ে হামলা, পুলিশের সঙ্গে সংঘর্ষে ২ যুবক গুলিবিদ্ধ  

ফাইল ছবি

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে রাহুল (২২) ও মনির (২৫) নামে দুই যুবক গুলিবিদ্ধ হন। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাতে আহত দুজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা রাহুলকে ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। মনির প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে যান।

পরিদর্শক ফারুক আরও বলেন, স্থানীয় পথচারীদের কাছ থেকে জানা গেছে—রাতে বিজয়নগরে জাপার কার্যালয়ে ভাংচুর করতে যায় কিছু লোক। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে রাহুলের ডান হাতে ও মনিরের বাম হাতে গুলি লাগে। পরে পথচারীরাই তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।

বিভি/এসজি

মন্তব্য করুন: