• NEWS PORTAL

  • শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫

চাকরিতে পুনর্বহালসহ ১৪ মাসের বকেয়া বেতন চাইলেন শিক্ষকরা

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে দুর্নীতিমুক্ত করার দাবি

প্রকাশিত: ২৩:০৭, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে দুর্নীতিমুক্ত করার দাবি

রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজকে দুর্নীতিমুক্ত করা এবং বেতন নিয়মিতকরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্কুলটির শিক্ষকরা। একইসঙ্গে শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার ও চাকরিচ্যুত ৮ শিক্ষককে পুনর্বহালেরও দাবি জানানো হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে শিক্ষকদের পক্ষে এসব দাবি তুলে ধরেন সদ্য চাকরিচ্যুত সহকারী শিক্ষক সৈয়দা আরিফুন নাহার।

তিনি জানান, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আয় প্রায় ২৫ কোটি টাকা। শিক্ষক-কর্মচারীদের ৪৬ মাসের বেতন বাবদ ব্যয় ১১ কোটি ৯৬ লাখ টাকা। সে হিসাবে ১৩ কোটি ৪০ লাখ টাকা প্রতিষ্ঠানের ফান্ডে জমা থাকলেও ১৪ মাসের বেতন বকেয়া।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষকদের বেতন থেকে কেটে নেয়া প্রফিডেন্ট ফান্ডে টাকা জমা হচ্ছে না, গ্রাচুয়িটি ফান্ড শূন্য, পরীক্ষার খাতা দেখা, ডিউটি এরিয়া কোনো বিলই দিচ্ছে না। এসবের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগমের অনিয়ম-দুর্নীতিকে দায়ী করছেন শিক্ষকরা।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2