• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫

‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে মুখর মানিকমিয়া এভিনিউ

প্রকাশিত: ২০:০৫, ৩ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে মুখর মানিকমিয়া এভিনিউ

দখলদার  ইজরাইলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় থাকা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ত্রাণবাহী নৌকার বহরে আক্রমণ ও অবৈধভাবে মানবাধিকার কর্মীদের আটক এবং ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স এর আয়োজনে পরিবেশ, জলবায়ু, মানবাধিকার, সামাজিক, সাংস্কৃতিক,  ক্রীড়া ও শিক্ষা এবং স্বেচ্ছাসেবীসহ ৭০টি সংগঠনের সংহতি ও অংশগ্রহণে Protect Flotilla-Free Palestine কর্মসূচি ঢাকা শহরের মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হচ্ছে। 
 
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন কর্তৃক গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কনভয়ের ত্রাণবাহী ৪৪ টি দেশের ৫০০ নাগরিক ৪০ টি নৌকায় ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্য রওনা করেন। এটি একটি শান্তিপূর্ণ, অহিংস এবং মানবিক যাত্রা যার উদ্দেশ্য গাজা অবরোধ ভাঙা, মানবিক সাহায্য পৌঁছে দেওয়া এবং জনগণনির্ভর মানবিক করিডোর গড়ে তোলা। 

কিন্তু এই কনভয়ে অক্টোবর ২ তারিখে ইজরাইলি বাহিনী কর্তৃক উক্ত নৌকায় হামলা করা হয় ও পরবর্তীতে মানবাধিকার কর্মীদের অপহরণ করে আটক করা হয়েছে। এই আক্রমণ আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং সামুদ্রিক স্বাধীনতার লঙ্ঘন।আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি মানবিক যাত্রা—যেখানে সহিংসতার কোনো স্থান নেই। এর ওপর হামলা এবং কর্মীদের আটক নিছক একটি দখলদার ইজরাইলী গণহত্যামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা।

ফিলিস্তিনের মানুষ একা নয়। ফ্লোটিলা আমাদের মানবিক দায়বদ্ধতার প্রতীক। দখলদারী শক্তি যতই বাঁধা দিক, আমরা ন্যায়, মানবতা ও স্বাধীনতার পক্ষে সংহতি প্রকাশ এবং লড়াই চালিয়ে যাব বলে মন্তব্য করেছে সংগঠনটি।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সুরক্ষা নিশ্চিত করা, আটককৃত সকল স্বেচ্ছাসেবক ও কর্মীকে মুক্তি দাও এবং অবরোধ ভেঙে দেওয়া, ফিলিস্তিনের নাগরিকদের নিরাপত্তা দাও এবং গণহত্যা বন্ধ করা, ইসরায়েলের নিকট অস্ত্র বিক্রি বন্ধ এবং ফিলিস্তিনকে উপনিবেশমুক্ত করা এবং IDF কে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করা।

যেসকল সংগঠনগুলো Protect Flotilla— Free Palestine কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেছে তারা হলো- সেইভ ফিউচার বাংলাদেশ, ইউনিভো, হেল্প দ্যা নেশন, আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থা, প্রচেষ্টা ফাউন্ডেশন, আমরাই আগামী, ইয়ুথ ফাউন্ডেশন অব বাংলাদেশ, ইউক্যান, ফেনী সেন্ট্রাল লিও ক্লাব, দুঃখ লাঘব ফাউন্ডেশন, আনকোরা, ইকোরেভলিউশন, লাল সবুজ সোসাইটি, সৌহার্দ্য ইয়ুথ ফাউন্ডেশন, ক্লাইমেট ফ্রন্টিয়ার, রোড সেফটি মুভমেন্ট (আর.এস.এম), ন্যাশনাল ব্রাইটেন এসোসিয়েশন, জুলাই মঞ্চ, স্ক্রিপ্টিস্ফিয়ার, উই ক্যান কক্সবাজার, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ - পুসাব, ফটো অ্যাফেয়ার্স, তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাব - টিসিপিসি, এনভায়রনমেন্টাল শার্পার্স নেটওয়ার্ক, ইয়ুথ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন - ইয়েডো, আলো, ধুনট ফটোগ্রাফি অ্যান্ড আর্ট ক্লাব, ব্রাইটার্স, ফ্রাইডেস ফর ফিউচার বাংলাদেশ, ইউল্যাব মুসলিম নেটওয়ার্ক, ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জ মেকার - আইওয়াইসিএম, প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন, শান্তি সংঘ–হিলফুল ফুজুল, কুড়িগ্রাম, দুর্বার ইয়ুথ নেটওয়ার্ক, সার্ভ নেক্সট বাংলাদেশ, সার্জ বাংলাদেশ, বইবন্ধু, ইয়ুথ ফর আপলিফট বাংলাদেশ, প্রফুল্ল, স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশন, বাংলাদেশী ফুটবল আল্ট্রাস, রক্ত কণিকা ফাউন্ডেশন, মিশন গ্রিন বাংলাদেশ, তিতুমীর কলেজ ফটোগ্রাফি ক্লাব, সূর্যোদয় যুব সোসাইটি, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, সার্ভিস ফর হিউম্যান বিইং অর্গানাইজেশন, সোনারবাংলা ওয়েলফেয়ার সোসাইটি, রিনিউ আর্থ, আমরা-ডাব্লিউই, লিও ক্লাব অব ঢাকা ডায়নামিক ওয়ান, লিও ক্লাব অব ঢাকা ডায়নামিক, বসুন্ধরা কিংস আল্ট্রাস, জেওয়াইডিএ, ইয়ুথ অ্যাকশন ফর জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট, মোহামেডান আল্ট্রাস, আমাদের মোহামেডান, জাগ্রত তারুণ্য, গো আপ ফাউন্ডেশন, মোমেন্টওয়ালা, ছায়া ইনস্টিটিউট অব কমিউনিকেশন অ্যান্ড ফটোগ্রাফি, রিভার এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট বাংলাদেশ, ইকো নেটওয়ার্ক গ্লোবাল, হেল্প ফর টুডে ইয়ুথ, ইয়ুথ অ্যাকশন ফর ডেভেলপমেন্ট, জেনেসিস ফাউন্ডেশন, ইয়ুথ পিপল অব বাংলাদেশ, মানবতার সূর্য দিগন্ত ফাউন্ডেশন, সেভ বাংলাদেশ ফুটবল, ইনিশিয়েটিভ অন স্মার্ট নেশন ফাউন্ডেশন, আমাদের আন্দোলন, ওয়ার্ল্ড ইনসাফ সোসাইটি, টুগেদার উই ক্যান।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2