৪ ঘণ্টার চেষ্টায় আশুলিয়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে

আশুলিয়ায় পলমল কারখানার স্টোররুমে লাগা আগুন চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। সোমবার (৬ অক্টোবর) জামগড়া এলাকায় পলমল কারখানার একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় বেলা ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের জিরাবো, ডিইপিজেড স্টেশনসহ আশেপাশের ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন যেন ছড়াতে না পারে সে চেষ্টা চালায় তারা।
এদিকে, তুলা, কার্পাসসহ বিভিন্ন ফেব্রিক্স থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে বেশ সময় লেগেছে বলে জানান ফায়ার সার্ভিস সদস্যরা। আগুনের সূত্রপাত কীভাবে এখনও জানাতে পারেননি তারা।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: