আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ছবি: সংগৃহীত
সাভারের আশুলিয়ার জামগড়ার এক পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত নয়টি ইউনিট। সোমবার (৬ অক্টোবর) দুপুরে সাভার ফায়ার সার্ভিস জোন-৪-এর উপসহকারী পরিচালক মোহাম্মদ আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আজ দুপুর ১টার দিকে প্রতিষ্ঠানটির আটতলা ভবনের দ্বিতীয়তলায় স্টোর রুমে আগুন লাগে। আগুন দ্বিতীয় তলার স্টোর রুমেই আছেন।
তিনি আরও বলেন, সেখানে সুতা, তুলা, কার্পাসসহ বিভিন্ন জিনিসপত্র আছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
আগুনে কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
বিভি/এসজি
মন্তব্য করুন: