• NEWS PORTAL

  • শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

মাদক-সংঘর্ষে গোলকধাঁধা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প (ভিডিও)

ফজলে রাব্বির

প্রকাশিত: ০৯:২৪, ২৫ অক্টোবর ২০২৫

আপডেট: ১৩:২৯, ২৫ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প আইনশৃঙ্গলা রক্ষাকারী বাহিনীর কাছে হয়ে ওঠেছে এক গোলকধাঁধাঁ। যেখানে প্রতিদিন বিক্রি হয় কোটি টাকার মাদক, অথচ অভিযানে মেলে নাম মাত্র সামান্য কিছু। বিভিন্ন সময় অভিযানে মাদক কারিবারিদের গ্রেফতার করা হলেও ফের জামিনে বেরিয়ে পড়ে তারা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও নানা জিজ্ঞাসা।

দিনে-দুপুরে চলছে গুলি। কারেও হাতে পিস্তল, কারও হাতে শটগান। ঘটনাস্থল মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প। 

রাজনৈতিক পটপরিবর্তনের পর মোহাম্মদপুর ও আদাবর থানা থেকে লুট হয় প্রচুর অস্ত্র। যে অস্ত্রের ঝনঝনানিতে অশান্ত জেনেভা ক্যাম্প। বিভিন্ন সময় আইনশৃঙ্গলা রক্ষাকারী বাহিনী অভিযান চালালেও দমেনি ক্যাম্পটির মাদক কারবারীরা। প্রায়ই হচ্ছে সংঘর্ষও। 

বহু বছর ধরে জেনেভা ক্যাম্প কেন্দ্রীক মাদক ব্যবসা বুনিয়া সোহেলের নিয়ন্ত্রণে। এ কাজে তার সহযোগী বড় ভাই টুনটুন বুনিয়া। ডান হাত এসকে নাসিম। তাদের বিপরীতে মাদকের আরেক কারবারি চুয়া সেলিম। কিছুদিন আগে বুনিয়া সোহেল ও তার বেশ কয়েকজন সহযোগীকে গ্রেফতার হলেও ফের জামিনে বেরিয়ে আসে তারা। 

পুলিশ বলছে, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণে কমছে না জেনেভা ক্যাম্পের অস্থিরতা। এই পুলিশ কর্মকর্তার দাবি আগের তুলনায় কিছুটা কমেছে ক্যাম্পটির মাদক ব্যবসা। 

জেনেভা ক্যাম্পকেন্দ্রীক মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নানা কাহিনী ও ঘটনা অনেক দিনের। এলাকাবাসীর চাওয়া ছিলো রাজনৈতিক পট পরিবর্তন ও অরাজনৈতিক সরকার আমলে এতে লাগাম পড়বে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2