বাংলাভিশনে ‘তরুণ নেতৃত্বে নতুন দিগন্ত’, প্রচারিত হবে রবিবার

জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘থ্রি জিরো লিডারশীপ চ্যালেঞ্জিং প্রোগ্রাম’-এ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ-এর চার কৃতি শিক্ষার্থীর গৌরবময় সাফল্যকে কেন্দ্র করে বাংলাভিশন নির্মাণ করেছে বিশেষ অনুষ্ঠান ‘তরুণ নেতৃত্বে নতুন দিগন্ত’।
অনুষ্ঠানটি প্রচারিত হবে আগামীকাল রবিবার ১৯ অক্টোবর বিকেল ৫টা ৩০ মিনিটে বাংলাভিশনের পর্দায়।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেছেন নূঝহাত সাওম ও প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী। এতে অংশগ্রহণ করেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. আবু সাঈদ, যিনি তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশে প্রতিষ্ঠানের ভূমিকা ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার্থীদের সফলতা নিয়ে আলোচনা করবেন।
এছাড়াও আলোচনায় অংশ নিয়েছেন উক্ত কলেজের মেধাবী শিক্ষার্থীরা-সিমাক আহমেদ (নবম শ্রেণী), মাহাতাব ইসলাম (নবম শ্রেণী), কে. এম. ফয়সাল শাহরিয়ার (দশম শ্রেণী) এবং ফারজিন কামাল খান (দ্বাদশ শ্রেণী)। তারা জাপানের ‘থ্র্রি জিরো লিডারশীপ চ্যালেঞ্জিং প্রোগ্রাম’-এ নিজেদের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এ সাফল্যের তাৎপর্য তুলে ধরেছেন।
বাংলাভিশনের বিশেষ আয়োজনটি তরুণদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে এমন প্রত্যাশা আয়োজকদের।
বিভি/এজেড
মন্তব্য করুন: