• NEWS PORTAL

  • রবিবার, ০২ নভেম্বর ২০২৫

অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ৬ যানবাহনে জরিমানা

প্রকাশিত: ১৮:৪৩, ১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ৬ যানবাহনে জরিমানা

রাজধানীর কাকরাইল এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর উদ্যোগে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান চলাকালে মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ও হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী মোট ৬টি যানবাহনকে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে মোট ২৩ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

শনিবার (১ নভেম্বর) অভিযান চলাকালে শব্দদূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরও ২২ টি যানবাহনের চালক ও মালিককে পরামর্শ প্রদান করা হয়। পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ জানান, নগরবাসীর সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম।

পরিবেশ অধিদপ্তর সকল যানবাহন মালিক ও চালকদের প্রতি অনুরোধ জানিয়েছে যেন তারা হাইড্রোলিক হর্ন ব্যবহার থেকে বিরত থাকেন এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা রাখেন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2