জেনেভা ক্যাম্পে গোপন কারখানা, ৩৫ ককটেল উদ্ধার
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির গোপন কারখানা থেকে ৩৫টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকালে জেনেভা ক্যাম্পে গোপন ককটেল তৈরির একটি কারখানার সন্ধান পায় পুলিশ। অভিযান থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামী ১৭ নভেম্বর ঘিরে দেশব্যাপী নাশকতা তৈরির চেষ্টায় এই কারখানায় ককটেল তৈরি করে আসছিলো। ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট উদ্ধারকৃত ককটেলগুলোকে নিস্ক্রিয় করার প্রক্রিয়া চালাচ্ছে।
এদিকে, শুক্রবার রাতে রাজধানীর মৌচাক ও শান্তিনগর মোড়ে এবং মহাখালী সিটি কর্পোরেশন অফিসে সামনে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তকারীরা।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: