• NEWS PORTAL

  • রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে অংশ নিলেন দেশি-বিদেশি আলেমগণ

প্রকাশিত: ১১:০০, ১৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে অংশ নিলেন দেশি-বিদেশি আলেমগণ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। সারাদেশ এবং বিদেশ থেকে আগত আলেম-মুসল্লিরা এসেছেন এ সম্মেলনে যোগ দিতে। দেশবরেণ্য ওলামায়ে ক্বেরামদের পাশাপাশি এ সম্মেলনে বক্তব্য রাখবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 

জানা যায়, এই মহাসম্মেলনটি খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষায় বৈশ্বিক ঐক্যের আহ্বান জানাতে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আলেম-ওলামা অংশ নিচ্ছেন। সম্মেলনটি সকাল ৯টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলবে। এ উপলক্ষ্যে সারা দেশ থেকে আসা মুরব্বি, আলেম ও সাধারণ মুসলমানরা এই সম্মেলনে অংশগ্রহণ করতে ভোর থেকেই উপস্থিত হতে শুরু করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।

এই মহাসম্মেলনে অংশ নিতে পাকিস্তান, ভারত, মিসরসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শীর্ষ আলেমরা উপস্থিত হয়েছেন। উপস্থিতি রয়েছেন- জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের (ভারত) সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি,পাকিস্তানের ইউসুফ বিন্নুরী টাউন মাদরাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, পাকিস্তানের মাওলানা ইলিয়াছ গুম্মান, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।

এ ছাড়া সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ দেশের খ্যাতিমান আরও অর্ধশতাধিক আলেম।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2