লুটেরাদের হাত থেকে দেশ রক্ষার আহ্বান এনসিপি নেতাদের
জুলাই পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর অনৈক্য দেশের অগ্রযাত্রায় সবচেয়ে বড় অন্তরায়, বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সনদ নিয়ে গণভোট যারা প্রত্যাখ্যানের পাঁয়তারা করবে, জনগণ তাদেরকেই প্রত্যাখ্যান করবে।
রাজধানীর ফার্মগেট এলাকায় কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হয় তরুণ কৃষি উদ্যোক্তা: জাতীয় অর্থনীতির নতুন শক্তি, চেকসই কৃষি উদ্ভাবনী ও সবুজ ভবিষ্যতের পথে তরণদের অঙ্গীকার শীর্ষক আলোচনা সভা।
এতে অংশ নেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেইন। এসময় তিনি জুলাই জাতীয় সনদে বাস্তবায়ন প্রক্রিয়ায় গোঁজামিলের অভিযোগ তোলেন। সনদ নিয়ে কয়েকটি দলের অবস্থানের সমালোচনাও করেন আখতার।
এসময় দলটির যুগ্ম-আহবায়ক সামান্তা শারমিন বলেন, বাংলাদেশের রাজনীতি এখনো ঔপনিবেশিক ধারা থেকে বের হতে পারেনি।
এনসিপির যুগ্ম-মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ বলেছেন, জনগণের টাকায় ভর্তুকি দিয়ে তৈরি করা সার পার্শ্ববর্তী দেশে পাচার হয়। অথচ, দেশের কৃষকরা সার পায় না। এই লুটেরাদের হাত থেকে দেশকে রক্ষা করার আহ্বান জানান তারা।
আগামীতে জাতীয় সংসদে আধিপত্যবাদ এবং লুটেরাদের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে এনসিপি ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন বক্তারা।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: