• NEWS PORTAL

  • শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষার্থী রাফির মৃত্যু

প্রকাশিত: ১৩:০৯, ২১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৪:৩৬, ২১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভূমিকম্পে ভবন ধসে সলিমুল্লাহ মেডিকেল কলেজ শিক্ষার্থী রাফির মৃত্যু

ভূমিকম্পে ভবন ধসে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের রাফিউল ইসলাম নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে মায়ের সঙ্গে বাজারে গিয়ে নিহত হন রাফি। তিনি বগুড়ার ছেলে। সলিমুল্লাহ মেডিকেল কলেজের পাশে বংশাল কসাইটুলীতে পরিবারসহ থাকতেন রাফি। 

প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, ভূমিকম্পের সময় হঠাৎ ৫ তলা একটি ভবনের রেলিং ধসে পড়ে। এ সময় মায়ের সঙ্গে বাজার করছিলেন রাফিউল। ভবনের একটি ইট তার মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় এই মেডিকেল শিক্ষার্থীসহ মোট তিনজন মারা গেছেন। তবে বাকি দুজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

এর আগে আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ সারাদেশে। চলে কয়েক সেকেন্ড পর্যন্ত।

রাফিউলের বাড়ি বগুড়ার গোহাইল রোডের সুত্রাপুরে। বগুড়ার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করে ভর্তি হন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। রাফির বাবা বাঞ্চারামপুর পলিটেকনিক্যাল কলেজের প্রিন্সিপাল। বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করেন। সন্তানদের নিয়ে মা নিপা আক্তার পুরাণ ঢাকায় থাকেন। সকালে কসাইটুলিতে বাজার করতে গিয়ে ভূমিকম্পে পাশের ভবনের রেলিং ভেঙে তাদের ওপর পড়লে ঘটনাস্থলেই নিহত হন রাফিউল। গুরুতর আহত হন মা নিপা আক্তার।


 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2