• NEWS PORTAL

  • শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

ভূমিকম্পে মৃত্যুর সময় মায়ের পাশেই ছিলেন মেডিকেল শিক্ষার্থী রাফি

প্রকাশিত: ১৫:৪৯, ২১ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:৩৪, ২১ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভূমিকম্পে মৃত্যুর সময় মায়ের পাশেই ছিলেন মেডিকেল শিক্ষার্থী রাফি

৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পুরো দেশ। আর রাজধানীজুড়ে ছিল ভয়াবহ আতঙ্ক। শুক্রবার (২১ নভেম্বর) দিনের শুরুতে এমন ভূমিকম্পে কিছু ভবনের রেলিং ও কার্ণিশ ধসে পড়ার ঘটনা ঘটেছে। এরকম দুর্ঘটনায় মারা গেছেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী রাফিউল ইসলাম মারা গেছেন।

শুক্রবার রাজধানীর পুরান ঢাকার কসাইটুলিতে সকালে মৃত্যুবরণ করেন তিনি। তার মা আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। মৃত্যুর সময় তার মায়ের পাশেই ছিলেন রাফিউল।

জানা গেছে, রাফিউল ইসলাম মেডিকেল কলেজের পাশে কসাইটুলীতে পরিবারসহ বসবাস করতেন। ভূমিকম্পের সময় হঠাৎ পাঁচতলা একটি ভবনের রেলিং ধসে পড়ে। এ সময় মায়ের সঙ্গে বাজার করছিলেন রাফিউল। ভবনের একটি ইট তার মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি। দুর্ঘটনায় এই মেডিকেল শিক্ষার্থীসহ মোট তিনজন মারা গেছেন। তবে বাকি দুইজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

‎স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পরে ৩ জন পথচারী ঘটনাস্থলেই নিহত হয়। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিল। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছে।

এর আগে শুক্রবার সকালে ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠে রাজধানীসহ সারাদেশ। চলে কয়েক সেকেন্ড পর্যন্ত।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিস) তথ্য মতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2