• NEWS PORTAL

  • শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

শাহবাগ মোড় অবরোধ করলো ভোলাবাসী

প্রকাশিত: ১৭:৩৪, ২৮ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
শাহবাগ মোড় অবরোধ করলো ভোলাবাসী

ভোলা–বরিশাল সেতু নির্মাণসহ পাঁচ দফা দাবি আদায়ে শাহবাগে অবস্থান নিয়ে আন্দোলন করছে রাজধানীতে বসবাসরত ভোলাবাসী। 

শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয় এবং রোগী ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

আন্দোলনকারীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. ভোলা–বরিশাল সেতু নির্মাণ
২. ভোলায় মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন
৩. ভোলায় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা
৪. গ্যাস সংযোগ প্রদান
৫. অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন

শাহবাগে অবস্থানরত আন্দোলনকারীরা বলেন, ভোলা–বরিশাল সেতু নির্মাণ তাদের প্রধান দাবি, যা ভোলার প্রতিটি মানুষের সমর্থন পেয়েছে। তারা জানান, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন ও দুই অঞ্চলের সংযোগ বাড়াতে সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এক আন্দোলনকারী বলেন, “আমাদের দাবি বাস্তবায়নের জন্য আমরা রাজপথে এসেছি। আশা করি সরকার দ্রুত ভোলা–বরিশাল সেতুর উদ্যোগ নেবে।”

আন্দোলনকারীরা জানান, কয়েকদিন ধরে তারা শাহবাগে এই পাঁচ দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আজকের মিছিলে হাজারো ভোলাবাসী অংশ নেন। তাদের দাবি, সেতু নির্মাণ হলে দুই প্রান্তের মানুষের যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

বিভি/টিটি

মন্তব্য করুন: