• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

‘সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভূক্ত হতে প্রান্তিক জনগোষ্ঠীকে ঘুষ দিতে হয়’

প্রকাশিত: ১৩:৫১, ২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:৫১, ২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভূক্ত হতে প্রান্তিক জনগোষ্ঠীকে ঘুষ দিতে হয়’

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান অভিযোগ করেছেন, সামাজিক সুরক্ষা কর্মসূচিতে অন্তর্ভূক্ত হতে প্রান্তিক জনগোষ্ঠীকে পাঁচ থেকে ১০ হাজার টাকা ঘুষ দিতে হয়।  

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর মাইডাস সেন্টারে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আদিবাসী জনগোষ্ঠীর অন্তর্ভূক্তি সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে প্রতিবেদন প্রকাশ শেষে এ অভিযোগ করেন তিনি। বলেন, মানুষে মানুষে বৈষম্য দূর করতে হবে, বিশেষকরে প্রান্তিক মানুষের। অপ্রাপ্তির কারণে ক্ষোভ, অশান্তি হয় মন্তব্য করে এ বিষয়ে কর্তৃপক্ষকে নজর দেওয়ার আহ্বান জানান। সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দুর্নীতি, সুশাসনের অভাব ও ঘুষের লেনদেন আছে বলে অভিযোগ তার। অনিয়ম দীর্ঘকাল যাবৎ প্রাতিষ্ঠানিক রুপ পেয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, সংবিধানে আদিবাসী হিসেবে পরিচয়ের স্বীকৃতি দিতে হবে। পার্বত্য অঞ্চলে ভুমি কমিশন হলেও কার্যকর হয়নি জানিয়ে বাধা দুর করার পরামর্শ দেন তিনি। শান্তিচুক্তি বাস্তবায়নের আহ্বান জানিয়ে ড. ইফতেখারুজ্জামান বলেন, গণতান্ত্রিক, বৈষম্যহীন সমাজ গঠন করতে চাইলে আদিবাসীদের বৈষম্য দুর করতে হবে। 

বিভি/এসজি

মন্তব্য করুন: