• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

২৬ বছর পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন পাকিস্তানি নাগরিক 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০০, ৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
২৬ বছর পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন পাকিস্তানি নাগরিক 

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে রইস খান নামে এক পাকিস্তানি নাগরিক মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার সময় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট- ২ হতে মুক্তি পান তিনি। পরে দুপুর দেড়টার সময় লাল রংয়ের গাড়িতে করে মূল ফটক দিয়ে বের হয়ে যান। 

বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আল মামুন। 

রইস খান পাকিস্তানের করাচি জেলার গুলজার হিজরী থানার দিন মোহাম্মদের ছেলে। তিনি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে রমনা থানার করা মামলায় কারাভোগ করছিলেন। 

কারাগার সূত্রে জানাযায় ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর থেকে তিনি কারাভোগ করছিলেন। পরে২০০৫ সালের ৭ জুলাই তার সাজা হয়। চলতি বছরের ২৪ সেপ্টেম্বর তার সাজার মেয়াদ উত্তীর্ণ হয়। দীর্ঘদিন যাবৎ মুক্তিপ্রাপ্ত বন্ধী হিসবে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ আটক ছিলেন। 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার মো. আল মামুন জানান, দীর্ঘদিন যাবৎ মুক্তিপ্রাপ্ত বন্ধী হিসবে তিনি কারাগার-২ আটক ছিলেন। আজ দুপুর সাড়ে ১২ টার সময় বিশেষ শাখার প্রতিনিধির উপস্থিতিতে দূতাবাসের প্রতিনিধিদের নিকট হস্তান্তর করা হয়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2