সীমান্তে বিএসএফ ঠেকাতে কাস্তে হাতে আসা সেই কৃষককে বিজিবির সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বেআইনিভাবে বাংলাদেশের জমিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সময় জিরো লাইনের কাছে কাস্তে হাতে প্রতিরোধের কারনে ভাইরাল হন কৃষক বাবুল আলী। এবার সেই কৃষককে সংবর্ধনা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
ব্যাটলিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে ৫৯ রহনপুর বিজিবি ব্যাটলিয়ন সদর দপ্তরে তাকে এই সংবর্ধনা দেয়া হয়।
জানা যায়, চলতি বছরের জানুয়ারীতে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে সীমান্ত আইন অমান্য করে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির পক্ষ থেকে এ কাজে বাধা দেওয়া হলে চৌকা সীমান্তে উত্তেজনা শুরু হয়। এসময় মাটির বাঙ্কারে অবস্থান নেওয়া বিজিবি সদস্যদের পিছনে কাস্তে হাতে অবস্থান নেন স্থানীয় কৃষক বাবুল আলী। মুহূর্তেই ওই কৃষকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
বিজিবি জানায়, সীমান্তে আন্তর্জাতিক আইনকে অমান্য করে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে। এমনকি বিএসএফের সহযোগিতায় ভারতীয় নাগরিকরা সেই ঘটনার কয়েকদিন পর বাংলাদেশের মানুষের আমগাছ কেটে ফেলে। এসময় সীমান্তের জনসাধারণকে নিয়ে বিজিবি তীব্র প্রতিরোধ গড়ে তোলে এবং প্রতিহত করে। যা জাতীয় ও আর্ন্তজার্তিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। এসময় প্রশংসনীয় ভূমিকা পালন করে ভাইরাল হন কৃষক বাবুল আলী।
সংবর্ধিত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কৃষক বাবুল আলী সময় সংবাদকে বলেন, খুব ভালো লাগছে। জানুয়ারি মাসে যেমনভাবে আমিসহ সীমান্তের মানুষজন ভারতীয় আগ্রাসনের প্রতিরোধ গড়ে তুলেছিল। তেমনি আগামীতেও এমন ঘটনা ঘটলে আমরা সীমান্তে প্রতিরোধ গড়ে তুলব। দেশের মাটিকে সম্পূর্ণ নিরাপদ রাখতে আমরা সকলে বদ্ধপরিকর রয়েছি।
ওই দিনের বিষয়ে জানতে চাইলে কৃষক বাবুল আলী বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতের বিএসএফ মাটি খনন করছিল, এসময় বাধা দেয় বিজিবি। এতে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এজন্য আমরা গ্রামের মানুষ বিজিবির পাশে দাঁড়িয়েছিলাম। কারন দেশের মাটি কাউকে দখল করতে দেবো না। এমনকি দেশ বাঁচাতে গিয়ে প্রাণ দিতেও দ্বিধা করবো না। এজন্যই সাহস নিয়ে বিজিবির পাশে কাস্তে হাতে বসে ছিলাম।
বিজিবির ৫৯ ব্যাটলিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল কামাল হোসেন। এসময় সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের সীমানা রক্ষার্থে সীমান্তবর্তী জনগনের সাহসের প্রশংসা করে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন, ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মোস্তাফিজুর রহমান, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক আব্দুল্লাহ আল আসিফ, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিজিবি, পুলিশ, সেনাবাহিনী, র্যাবের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ অন্যান্যরা।
বিভি/এজেড




মন্তব্য করুন: