• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

আইজিপিকে অপসারণ ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

প্রকাশিত: ২০:০৭, ৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ২০:০৭, ৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আইজিপিকে অপসারণ ও বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি

ছবি: সংগৃহীত

বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পর বর্তমান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ ও তার বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ নামের একটি সংগঠন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় স্মারকলিপি দেয় তারা।

‎সংগঠনের সভাপতি ফরহাদ আহমেদ ডলার বলেন, খুনি হিসেবে অভিযুক্তদের ফাঁসির জন্য সচেষ্ট থাকবো। শত বাধা উপেক্ষা করে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে এখানে এসেছি। কিন্তু ভয় পাইনি। আমরা বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবো।

‎সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর কবির সেলিম বলেন, আমরা দীর্ঘ ১৬ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আসছি। সাবেক বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টু হত্যার বিচারের দাবিতে আইজিপিকে অপসারণসহ তার বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাবো।

‎স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া স্মারকলিপিতে বলা হয়, জাতীয় স্বাধীন তদন্ত কমিশন বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে, সেখানে মোট ৫৮ জনকে দায়ী করা হয়েছে। বিডিআর ট্র্যাজেডিতে ৫৭ জন সেনা কর্মকর্তা নির্মমভাবে হত্যার শিকার হন। বর্তমান আইজিপি যেহেতু তদন্ত তালিকায় অভিযুক্ত, তাই তার অবস্থান বিচারপ্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা রয়েছে। 

অভিযোগ অনুযায়ী, সেই তালিকায় তৎকালীন অতিরিক্ত আইজিপি ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করা বাহারুল আলমের নামও রয়েছে।

‎‎সংগঠনটি আরও অভিযোগ করে, প্রতিবেদন জমা দেওয়ার পর ‘ফ্যাসিবাদের সমর্থকদের’ মিছিল–সমাবেশ হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা আটকে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। 

স্মারকলিপিতে আরও বলা হয়, জুলাই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় গ্রেফতারে ধীরগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে। নিরপেক্ষ বিচার নিশ্চিত করতে এবং সরকারের ওপর থাকা সন্দেহ দূর করতে বর্তমান আইজিপিকে অপসারণ ও গ্রেফতার করে আইনের মুখোমুখি করা জরুরি।

‎ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, সচিবালয়-নিরাপত্তা বিভাগ) এ, কে, এম জহিরুল ইসলাম জানান, একটি মিছিল সচিবালয়ে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়ে চলে গেছে।

‎শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জানান, বিক্ষোভ মিছিলটি প্রথমে সচিবালয়ের দিকে যায়, যেখানে পুলিশ সতর্ক অবস্থানে থাকে। পরে পুলিশের সমন্বয়ে মিছিলকারীরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে পিন্টু হত্যার বিচারের দাবিতে স্মারকলিপি দেয়।

‎এদিকে শহীদ পিন্টু স্মৃতি সংসদের নেতারা জানান, বিডিআর হত্যাকাণ্ডের পর বিএনপির সাবেক সংসদ সদস্য (ঢাকা-৮) নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তিনি কারাগারে মারা যান। একসময়ের প্রভাবশালী এই রাজনীতিবিদের স্মরণে ‘শহীদ পিন্টু স্মৃতি সংসদ’ দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। 

‘শহীদ পিন্টু স্মৃতি ব্যানারে পলাশী মোড় থেকে প্রায় তিন শতাধিক মানুষ একটি মিছিল শুরু করেন। মিছিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশে রওনা হয়। মিছিলকারীরা আইজিপি বাহারুল আলমকে অভিযুক্ত করে স্লোগান দেন ‘আইজিপি বাহারুলের ফাঁসি চাই, বিচার চাই’।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2