ঢাকায় ১৬’তে নেমেছে তাপমাত্রার পারদ
তাপমাত্রার পারদ নিচের দিকে নামতে করেছে রাজধানী ঢাকায়ও। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে তাপমাত্রা নেমে এসেছে ১৬ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে কম।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আকাশ পরিষ্কার ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৩২ মিনিটে। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: