তেজগাঁও কলেজ শিক্ষার্থীর মৃত্যু: ফার্মগেটে দুই ঘণ্টা অবরোধের পর যান চলাচল শুরু
রাজধানীর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে আহত শিক্ষার্থী সাকিবুল হাসান রানার (১৮) মৃত্যুর জেরে ফার্মগেটে সড়ক অবরোধসহ বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন শিক্ষার্থীরা। তারা দ্রুত খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা সড়ক ছাড়েন। এরপর যান চলাচল শুরু হয়।
নিহত সাকিবুল হাসান রানা তেজগাঁও কলেজের উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। বুধবার (১০ ডিসেম্বর) রাতে রাজধানীর মালিবাগের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামিমা ইয়াসমিন।
এর আগে শনিবার (৬ ডিসেম্বর) রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে ছাত্রদলের তরুণ-সেলিম গ্রুপ ও প্রতিপক্ষ গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সাকিবুল হাসান রানা, হৃদয় আহমেদ (মানবিক বিভাগ, সেশন ২০২৪-২৫) ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত (মানবিক বিভাগ, সেশন ২০২৫-২৬)। আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়ে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় রানার মৃত্যু হয়েছে। এ ঘটনায় হোস্টেল সুপার বাদী হয়ে একটি মামলা করেছেন। তিনি জানান, ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের চেষ্টা করায় পরিবারকে নিষেধ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: